সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মধ্যরাতে দুই সন্তানের জননী তাসলিমা খাতুনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গাবুরার ৯নং সোরা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তাসলিমা খাতুন ৯নং সোরা গ্রামের খালেক গাজীর ছেলে ইসমাইল গাজীর স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য একজনকে আটক করেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন