ফরিদপুরের চরভদ্রাসনে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র্যালি, মৎস্য অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদে এ সব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয় এবং উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। পরে চরভদ্রাসন উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। সবশেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপরোক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক অপূর্ব কুমার বাইন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ইয়াকুব আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ