বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুইকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রবিবার (২৪ জুলাই) রাত আড়াইটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে। সেখান থেকেই আশপাশের আরও ৭টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালতলী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায় ভোর ৫ টার দিকে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারে রাত আনুমানিক আড়াইটার দিকে জব্বার নামের এক দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দ্রুত আরও ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার ষ্টেশনে জানালে তারা প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। ততক্ষণে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার দুই ঘণ্টায় তালতলী থেকে ফকিরহাট বাজারে আসতে পারেনি। যেখানে তালতলী থেকে ফকিরহাট বাজারে আসতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট লাগে। ফায়ার সার্ভিসের লোকজন যদি সময় মতো ঘটনাস্থলে আসতো তাহলে আমাদের এতো ক্ষয়ক্ষতি হতো না।
তালতলী ফায়ার স্টেশনের সাব অফিসার মো. আহসান হাবিব বলেন, আমরা ৩ টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই সাড়ে ৪টার দিকে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। এছাড়াও স্থানীয়দের ও ব্যবসায়ীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিক্তিহীন। তবে ৮টি দোকান পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/হিমেল