টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ঘণ্টাব্যাপী কচুয়া-আমতৈল-বহেড়াতৈল সড়কে এ কর্মসূচি পালন করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকাবাসীও অংশ নেয়।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ উদ্দিন, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, প্রধান শিক্ষক সাদেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানায়, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহার করে আসছে। ৫২ বছর পর প্রশাসনের লোকজন এনে প্রভাবশালী একটি মহল বিদ্যালয়ের খেলার মাঠে বেড়া, গাছ রোপন ও ঘর নির্মাণ করে জোরপূর্বক দখলে নেয়।
বক্তারা আরও বলেন, আমরা স্থানীয় সংসদ সদেস্যর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খেলার মাঠটি উদ্ধারের আবেদন করছি। দখল মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাবো।
বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তানজিবা, নবম শ্রেণির শিক্ষার্থী রিফাত জানায়, হঠাৎ করেই আমাদের খেলার মাঠে পুলিশের গাড়ি দেখে অবাক হয়ে যাই। পরে দেখি অনেক লোকজন, মাঠের চারপাশে বেড়া, গাছ রোপন এবং ঘর নির্মাণ হচ্ছে। আমাদের খেলার মাঠ দখল হতে দেব না। আমরা আজকে থেকেই আন্দোলন করছি, আরো আন্দোলন করবো।
দখলে যাওয়া নুুরুল হক বলেন, দীর্ঘ ৪৪ বছর মামলা করে আদালতের নির্দেশে আমাদেদ পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল