রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
প্রস্তুতিমূলক সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ পরিচালক মো. শরিফুল ইসলাম, প্রফেসর শঙ্কর কুমার সিনহা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবনী প্রচার, মসজিদ, মাদ্রাসায় বিশেষ দোয়া-মিলাদ মাহফিল ও মন্দিরে প্রার্থনাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিধান্ত হয়।
জেলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীসহ গণমাধ্যমকর্মীরা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন