দিনাজপুরে তীব্র গরম ও লোডশেডিং-এর কারণে চার্জার ফ্যানের দাম বেশি নেওয়ায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
রবিবার বোচাগঞ্জ উপজেলা বাজারে অভিযান চালিয়ে দুটি দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা আরোপসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, বোচাগঞ্জ বাজারে অভিযানকালীন দুটি দোকানে চার্জার ফ্যানের মূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠান দুটির মালিককে ১৩ হাজার টাকা জরিমানা আরোপসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই