‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টেকনাফে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই র্যালির আয়োজন করে।
মৎস্য সপ্তাহের র্যালিটি টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে মিলিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি শেষে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহিবুল্লাহ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আফসার।
আরও বক্তব্য রাখেন মাছ চাষে সফল উদ্যোক্তা রাইসুল ইসলাম, কাঞ্জর পাড়ার সফল মৎস্য চাষি শাহ আলমসহ মৎস্য চাষি ও মৎস্যজীবীরা। অতিথিদের হাত থেকে সফল মৎস্য চাষি পদক পান রাইসুল ইসলাম ও শাহ আলম। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে ১০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এমআই