ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পোড়ানো হয়।
একইসঙ্গে ৩ অবৈধ জাল ব্যবসায়ীর কাছ থেকে চার হাজার করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি এই অভিযানের নেতৃত্ব দেন।
জানা যায়, ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে বিভিন্ন দোকান থেকে প্রায় ৫০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সিরাজুস সালেহীন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ফুলপুর থানার এসআই আব্দুল খালেক ও এসিল্যান্ড অফিসের কম্পিউটার অপারেটর আমিরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই