ফরিদপুরের বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে শহরের স্বর্ণকুঠির, বায়তুল মোকাদ্দেম মসজিদ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ফরিদপুরের পরিচালক শেখ সোহেল।
মার্কেটের বিভিন্ন ইলেকট্রনিক্স এর দোকানে চার্জার ফ্যান, চার্জার লাইট, আইপিএস বেশি দামে বিক্রি করা হচ্ছে-এমন অভিযোগের ভিক্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। এসময় বিদেশি ইলেকট্রনিক্স পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ পরিচালক শেখ সোহেল জানান, লোড শেডিংকে কেন্দ্র করে ফরিদপুরের বিভিন্ন মার্কেটের ইলেকট্রনিক্স দোকানে চার্জার ফ্যান, লাইট, আইপিএস বেশি দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে শহরের হেলিপোর্ট বাজারের মুদি দোকানে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, পুলিশের একটি টিম।
বিডি প্রতিদিন/এএম