গাজীপুরের শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল চারটায় শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রথমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গলদা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রহলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। এই খেলায় গলদা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোসিংঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। এই ফুটবল ম্যাচে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়ী হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ইকবাল আহমেদ নিশাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড মো. সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. মো. হারুন আর রশিদ(ফরিদ), শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর উপজেলা শ্রমিকলীগ নেতা মো. আরজু সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল