১৩ আগস্ট, ২০২২ ১৫:২২

পচা ও দুর্গন্ধযুক্ত মহিষের মাংস সরবরাহের অভিযোগে জরিমানা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পচা ও দুর্গন্ধযুক্ত মহিষের মাংস সরবরাহের অভিযোগে জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় ৫০ কেজি পচা ও দুর্গন্ধযুক্ত মহিষের মাংস বিক্রির উদ্দেশে সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (৪২) নামক এক ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌর কার্যালয়ের সামনের এলাকায় বিক্রির উদ্দেশে নষ্ট মহিষের মাংস বহনকারী এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। এরপর ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পান।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন জানান, পচা দুর্গন্ধ যুক্ত মহিষের মাংস সরবরাহ করার অভিযোগে জাহিদ হোসেনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুদক গ্রামে। ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় তাকে জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, জাহিদ হোসেন একজন মাংস সরবরাহকারী। তিনি ঢাকা থেকে ফ্রিজিং গাড়িতে করে দেশের বিভিন্ন স্থানে মাংস সরবরাহ করে থাকেন।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর