১৬ আগস্ট, ২০২২ ১৯:২৯

জনজীবনে দেখা দিয়েছে চরম অস্থিরতা ও অনিশ্চয়তা : এমরান সালেহ

অনলাইন ডেস্ক

জনজীবনে দেখা দিয়েছে চরম অস্থিরতা ও অনিশ্চয়তা : এমরান সালেহ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, লুটপাট ও অর্থ পাচার করে সরকার দেশকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে চরম অস্থিরতা ও অনিশ্চয়তা।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন এমরান সালেহ। 

অনুষ্ঠানে এমরান সালেহ আরও বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা স্বাধীনতার মূল মন্ত্র তথা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারকে ধ্বংস করেছে।

তিনি বলেন, সরকার তার অনৈতিক শাসনকে দীর্ঘায়িত এবং বিরোধী দলকে দমন করতে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছে। নিজেদের অপরাধ আড়াল করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে তারা মিথ্যাচার করছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম খালেদা জিয়ার সাথে যে অন্যায় আচরণ করা হয়েছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে রাজনীতি ও নির্বাচন থেকে সরিয়ে রাখতে আটকে রাখা হয়েছে। 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজলের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর