ময়মনসিংহের ফুলপুরে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আজ রবিবার দুপুর ২টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববির নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন পরিমাণে ৭ জনকে ৪ সহস্রাধিক টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানা পুলিশ, ট্রাফিক ইনচার্জ আজিজুল হক, এসিল্যান্ড অফিসের কম্পিউটার অপারেটর আমিরুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮'র সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অবৈধ স্ট্যান্ডিং এবং লাইসেন্স বিহীন গাড়ির বিরুদ্ধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ