বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা ডাকাতি মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী ইলিয়াসকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যরা।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে এক অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইলিয়াস স্বীকার করেছে যে- তালতলী থানার জিআর মামলা নং-২০/০২ এর সে ১০ বছরের সশ্রম দণ্ডপ্রাপ্ত। এসময় তাকে আদালত ২০ হাজার টাকা আর্থিক জরিমানাও করে। গ্রেফতারের পর ইলিয়াসকে তালতলী থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ