বেনাপোল পোর্ট থানা পুলিশ স্থানীয় শাখারীপোতা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার পরোনাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
তার নাম বাইজিদ (৩১)। তিনি ওই গ্রামের নুর উদ্দীনের ছেলে।
সোমবার তাকে নিজ বাড়ি থেকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার পর জামিনে বের হয়ে পুনরায় মাদক চোরাচালানে জড়িয়ে পড়ে। গ্রেফতারকৃত বায়েজিদকে সোমবারই আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম