দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচরারীদের ৫ দফা দাবি আদায়ের অংশ হিসেবে সোমবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারিরা তাদের কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচরারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচিতে গাজীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কুতুব উদ্দিন, কার্য্য সহকারী উজ্জল কুমার সরকার, অফিস সহায়ক মো: সোহেল রানা প্রমুখ অংশ নেন।
পিআইও অফিস সূত্রে জানা গেছে, ৫ দফা দাবির মধ্যে রয়েছে-দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন