রাজবাড়ীতে আরিফুল ইসলাম রকি হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫টি খালি কার্তুজ ও একটি মুখোশ উদ্ধার করা হয়।
আজ সোমবার ভোরে চর-খানখানাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার সদর উপজেলা খানখানাপুর ইউনিয়নের মো. নাজিমদ্দিন শেখের ছেলে মো. রাকিব শেখ (৩৪) ও কুষ্টিয়া জেলার সহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইয়মিন (২২)।
দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর-খানখানপুর গ্রামের আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ৪ ঘণ্টা পর হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল, ৫টি খালি কার্তুজ ও একটি মুখোশ উদ্ধার করা হয়। আসামিদের নামে হত্যা মামলার পাশাপাশি অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় চরখানখানাপুর গ্রামের সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে থেকে গুলি করে হত্যা করা হয় রকিকে। এ ঘটনায় রকির বাবা আ. রাজ্জাক শেখ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ