চুয়াডাঙ্গা বিআরটিএ'র মোটরযান পরিদর্শক সায়ফুল্লাহ বাহারের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেখানে তিনি রাত্রিযাপন করতেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে তিনি তার কর্মস্থল চুয়াডাঙ্গার বিআরটিএ কার্যালয়ে উপস্থিত না হলে অফিসের সহকর্মীরা মোটরযান পরিদর্শকের নম্বরে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে ডাকবাংলোতে এসে দেখা যায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে সায়ফুল্লাহ বাহারের লাশ উদ্ধার করে। এসময় বিআরটিএ'র কর্মকর্তা-কর্মচারী ও একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্ত করা হবে। এরপরই মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ