রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আহত নবজাতকের মা মারা গেছেন। রবিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেমা বেগমের (৩০) মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রংপুর -সৈয়দপুর সড়কের ইকরচালি বালাবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটলে নবজাতকসহ ৩ জন মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি গ্রামে রশিদুল ইসলামের স্ত্রী মোসলেমা বেগম ৩ দিন আগে নীলফামারী সদর হাসপাতালে জন্ম দেন ছেলে সন্তান। সেই নবজাতক অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলেন পরিবারের লোজজন। ভোরে উপজেলার ইকরচালি এলাকায় একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে সৈয়দপুর যাচ্ছিল। ঘটনাস্থলে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রমেক হাসপাতালে আনা হলে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়। যারা মারা গেছেন তারা হলেন- রশিদুল ইসলামের তিন দিনের নবজাতক ছেলে, নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে মাইক্রো চালক আল-আমিন(৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০)। আহতদের রমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম