বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পাঁচ বালু ব্যবসায়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি বাল্কহেড ও চারটি শ্যালো মেশিন জব্দ করা হয়।
সোমবার সকাল ৯টায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সঞ্জয় কুমার মহন্ত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সারিয়াকান্দি উপজেলার চর মাঝিড়া গ্রামের আকবর ব্যাপারীর ছেলে ফজলুল বারী (৩৫), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের ওসমান মণ্ডলের ছেলে সুমন মিয়া (৩২), আব্দুর রশিদের ছেলে বুলবুল সেখ (২৫), আনছার আলীর ছেলে সোহাগ মণ্ডল (১৯) ও ভাঙ্গারছেউ গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৫)।
জানা যায়, উপজেলায় যমুনা নদীর বৈশাখী চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে খননযন্ত্র দিয়ে অবৈভভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে চর এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে চরবাসীর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়। এর প্রতিকার চেয়ে ৪ সেপ্টেম্বর স্থানীয়দের পক্ষে বৈশাখী গ্রামের হারুন অর রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে যমুনা নদীতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক। সেখানে বালু উত্তোলনকালে খননযন্ত্রসহ পাঁচজনকে আটকের পর তাদের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দিয়েছে।
এ বিষয়ে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই