মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার (ঢাকা-মাওয়া) বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালাতে গিয়ে সড়কের ডিভাইডারে সাথে ধাক্কা খেয়ে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়। বাকি সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রবিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কেউটখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঐ ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য(৩৪)। তাৎক্ষণিকভাবে তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। ডাকাতির শিকার আহত দুইজন হলেন মোহাম্মদ হৃদয় (১৭) ও মোহাম্মদ ইমাম হোসেন(১৮)। তারা ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা।
আহতরা জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনে বৃষ্টির মধ্যে রাস্তায় ব্যারিকেড দেয় একদল ডাকাত। এসময় ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল একাধিক গাড়িতে ডাকাতি করে টাকা, মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এসময় তারা দ্রুত পালিয়ে যাওয়ার সময় সড়কের ডিভাইডারে সাথে ধাক্কা লেগে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই সুযোগ নিয়ে ডাকাত চক্র সিএনজি, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি থেকে ডাকাতি করেছিল। আমাদের টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলটি পালাতে চেষ্টা করে। সেসময় কেওয়াটখালী এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ডিভাইডারে ডাকাতদের একজনকে পড়ে থাকতে দেখা যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ