ব্রাহ্মণবাড়িয়ার চানপুর গ্রামের আলোচিত শরীফ খাঁ (৫০) হত্যা মামলার তিন আসামিকে ফাঁসি ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এই রায় প্রদান করেন। রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের উত্তর পাড়ার আমানত খাঁ প্রকাশ আম খাঁর ছেলে জাকির খাঁ (৪০), তার ভাই মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (২৪)। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি হলেন একই এলাকার মৃত আলি নেওয়াজ খাঁর ছেলে আমানত খাঁ প্রকাশ আম খাঁ (৬৫)। তিনি ফাঁসির দন্ডপ্রাপ্ত তিন ভাইয়ের পিতা।
রায় ঘোষনাকালে আমানত খাঁ প্রকাশ আম খাঁ আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন ভাই বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
রাষ্ট্রে পক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আজাদ রাকিব আহমেদ প্রকাশ তুরান ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শাহ পরান। মামলার বাদী মাজেদা বেগম প্রকাশ লিপি বলেন, রায়ে সন্তুষ্ট। আদালতের প্রতি শ্রদ্ধাশীল। ফাঁসির দণ্ডপাওয়া তিন আসামি বর্তমানে বিদেশে অবস্থান করছে। আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই।
মামলার রাষ্ট্রে পক্ষের আইনজীবী ও ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আজাদ রাকিব আহমেদ প্রকাশ তুরান বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপর পক্ষে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহ পরান বলেন, রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
বিডি প্রতিদিন/হিমেল