জয়পুরহাটের পাঁচবিবিতে এক হাজার পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মামুনুর রশীদ (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। সোমবার বিকেলে উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা তাকে আটক করা হয়। আটককৃত মামুনুর রশীদ জেলার পাঁচবিবি উপজেলার উত্তর পূর্ব উচনা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের উপ অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত মামুনুর রশীদ দীর্ঘদিন থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন সীমান্ত এলাকা দিয়ে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল।
সে বুপ্রেনরফিন ইঞ্জেকশন পাচার করছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। র্যাব সদস্যরা পূর্ব উচনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম