সন্তানকে দু'চোখে দেখা হয়নি মায়ের। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের মাধ্যমে সদ্য জন্ম নেয়া শিশুটির মা রুমা বেগমের (২২) মৃত্যু হয়েছে তখনই। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর পর চিকিৎসকের অবহেলাকে দায়ী করেন স্বজনরা।
রুমা বেগম পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা কালিবাড়ী গ্রামের সৌদিপ্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।
রুমা বেগমের চাচাতো বোন জেসমিন আক্তার জানান, রুমার প্রথম সন্তান সিজারের মাধ্যমে হয়েছে। আগামী ৪ নভেম্বর তার দ্বিতীয় সন্তান প্রসবের সিজারের তারিখ ছিল। হঠাৎ রুমার শরীরের পানি শূন্যতা দেখা দিলে রবিবার সকালে নুর ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। সেখানকার চিকিৎসক ডাক্তার বশির আহমেদ তাকে শিগগিরই সিজার করার পরামর্শ দেন। বিকালে তাকে শাপলা ক্লিনিকে ভর্তি হয়ে সিজাররে প্রস্তুতি নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডাক্তার বশির আহমেদ অপারেশন করার পরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। সন্তান প্রসবের ঘণ্টা খানেক পর প্রসূতির স্বজনদেরকে জানানো হয় রুমা বেঁচে নেই!
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল হাসান জানান, কী কারণে প্রসূতির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, বিষয়টি আমাদের জানা নেই। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল