নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর স্কুলশিক্ষিকা লতিফা হেলেন মঞ্জু হত্যার পলাতক আসামি আহসান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার দুপুরে নাটোর শহরের বড় হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২০১৯ সালে ২৩ জুলাই রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লতিফা হেলেনের গোপীনাথপুরের বাড়িতে ধর্ষণের পর তাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ পুকুরের মধ্যে ফেলে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় লতিফা হেলেনের মা মনোরা বেগম বাদী হয়ে বায়েজিদ ইসলাম সোহাগসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন সময় প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মামলাটি পিবিআই তদন্ত শুরু করে।
বিডি প্রতিদিন/এমআই