কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড বুলেটসহ জাহাঙ্গীর আলম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন-টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোদারবিল এলাকার রশিদ আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জাহাঙ্গীর আলমকে আটক করতে সক্ষম হয়। এসময় তার হেফাজত থেকে একটি লোডেড বিদেশি পিস্তল দুই রাউন্ড বুলেট জব্দ করা হয়। উদ্ধার অস্ত্র ও বুলেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই