বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা শেখ হাসিনার কাছে কোনো দাবি দিতে চাই না। আমাদের দাবি এখন একটাই। আমরা চাই শেখ হাসিনার পতন। রবিবার সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, শুধুমাত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নয়, বেশি দাম দিয়েও কৃষকরা সার পাচ্ছে না। সারের জন্য কৃষকরা হাহাকার করছে। দেশের মানুষকে এই সংকটাবস্থায় রেখে শেখ হাসিনা ভারত সফর করেছে আগামী দিনে নিজের চেয়ার রক্ষার জন্য।
তিনি বলেন, যতই চেষ্টা করুক, কোনো লাভ নেই। এদেশের গণতন্ত্রকামী মানুষ এই ফ্যাসিস্ট সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না, বিএনপি আন্দোলন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য।
জ্বালানি তেল, পরিবহন ভাড়া, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
বীরগঞ্জ উপজেলা শালবন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এবং বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোকররম হোসেন ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই