বগুড়ার শিবগঞ্জে আব্দুল হান্নান হত্যা মামলার আসামি আবুল কালাম হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার ভাইয়ের পুকুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার বাদলাদিঘীর লোকমান হোসেনের ছেলে।
সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুন তারিখ মামলার এজাহার নামীয় আসামি রেজাউল করিম ডিস ব্যবসায়ী ও এজাহার নামীয় আসামী আবু সাঈদ এর বাড়িতে অবৈধ ভাবে বিদ্যুৎতের সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদুৎ অফিসের কর্মরত লোকজন গেলে তাদেরকে গ্রেফতার হওয়া আসামী, এজাহার নামীয় আসামীগণসহ অন্যান্য লোকজন মিলেই ভিকটিম আব্দুল হান্নানকে পিটিয়ে হত্যা করে। পরে সিআইডির একটি টিম সোমবার বিকাল ৫টার দিকে হত্যার মামলার আসামী আবুল কালামকে গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান জানান, গ্রেফতার হওয়া ওই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএম