বরগুনা সরকারি কলেজের ক্যান্টিন চালুর দাবিতে আজ বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে যৌথ সংবাদ সন্মেলন করেছে সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রদল নেতৃবৃন্দ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলোতে অংশ গ্রহণকারিদের পক্ষ থেকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সংবাদ সন্মেলনের আয়োজন করে।
সংবাদ সন্মেলনে সূচনা বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম (রিমন)।লিখিত বক্তব্য উপস্হাপন করেন সরকারি কলেজ ছাত্রলীগ নেত্রী জান্নাত বিনতে ইউসুফ ও ছাত্রদল কলেজ নেত্রী তাসলিমা।
সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন, বরগুনা সরকারি কলেজ দক্ষিণ জনপথের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।এখানে ৮- ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। করোনার কারনে কলেজের ক্যান্টিনটি কর্তৃপক্ষ বন্ধ করে দেন। এখন স্বাভাবিক অবস্থা হলেও কর্তৃপক্ষ ক্যান্টিন চালু করতে অনীহা প্রকাশ করছেন। দূর থেকে আসা শিক্ষার্থীদের এতে বেশী সমস্যায় পড়তে হচ্ছে। ক্ষুধা নিয়ে পাঠদানে কিভাবে মনোযোগী হওয়া যায়? সংবাদ সন্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক দীপু হাফিজুর রহমানসহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ