ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নাফিজা আক্তার (৯) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। সে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে হবিগঞ্জের চুনারুঘাটের শাহজাহান মিয়ার মেয়ে নাফিজা।
নাফিজা নাসিরনগর সদরে নানা ফচু মিয়ার বাড়িতে থেকে পড়াশুনা করতো। পরিবারের সদস্যরা জানান, সবজি ধুন্দল পারতে মামাকে সঙ্গে নিয়ে ঘরের চালায় উঠেছিল নাফিজা। এ সময় ঘরের চালার উপর দিয়ে যাওয়া একটি তারের স্পর্শে সে বিদ্যুতায়িত হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ্ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এএম