দিনাজপুরের অভ্যন্তরীণ জলাভূমি-প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন চলতি অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় দিনাজপুর সদর উপজেলায় এসব পোনামাছ অবমুক্তকরণ করা হয়। দিনাজপুর সদর উপজেলায় ১৫টি জলাশয়ে ৪৫৮ কেজি কাতলা, রুই, মৃগেল, কালি বাউশসহ রুই জাতীয় এসব পোনামাছ অবমুক্ত করা হবে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনাজপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সদরের ঐতিহাসিক আনন্দ সাগরে ৪০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
পোনামাছ অবমুক্ত করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
এসময় দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাশ, খামার ব্যবস্থাপক মোঃ খায়রুল আলম, নেমতারা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ