শ্রাবণে স্বাভাবিক বৃষ্টির চেয়ে এবার অনেকটা কমই বৃষ্টিপাত হয়েছে সারাদেশে। অনেক অঞ্চলে তো রীতিমতো খরাও দেখা দিয়েছিল। তবে ভাদ্রের শেষ দিকে এসে সেই রূপ খানিকটা বদলেছে, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি যেমন গরমে পোড়া দেশে স্বস্তি এনেছে, তেমন বিভিন্ন এলাকায় বেড়েছে জন-দুর্ভোগও।
ঝিনাইদহেও ভাদ্রের শেষে টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত ৩ দিন যাবত থেমে থেমে বৃষ্টি হলেও গত রাত ১২ পর থেকে টানা বৃষ্টি চলছে। কখনো মুষলধারে আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি। এতে থেমে গেছে মানুষের স্বাভাবিক কার্যক্রম।
সকাল থেকে জেলা বা উপজেলা শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। সড়ক-মহাসড়কে কমেছে যান চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছে তারা পড়ছেন বিপাকে।
সব থেকে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তবে বৃষ্টিত জেলার আমন চাষিদের জন্য স্বস্তি নিয়ে এসেছে, তাদের প্রত্যাশা এবার ফসল ভালো হবে।
বিডি প্রতিদিন/নাজমুল