ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী।
সভায় কমিটির উপদেষ্টা হিসেবে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, সহকারী কমিশনার (ভূমি) শামিম আরা, থানার ওসি মো. শহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান,উপজেলা আইনশৃংখলা কমিটির সদস্য আব্দুস সালাম মিয়া,উপজেলা মশক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামসহ ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সেপ্টেম্বর মাসে উপজেলার আইনশৃংখলা স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
বিডি প্রতিদিন/এএ