রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের নিচ তলার আল্ট্রাসনোগ্রাম, এমআরআই ও ইসিজি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাসপাতালের নিচ তলার আল্ট্রাসনোগ্রাম, এমআরআই ও ইসিজি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন কর্মচারীরা। ভিতরে আগুন ছড়িয়েছে সন্দেহে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরমধ্যেই কয়েকজন কর্মচারী কক্ষের দরজায় লাগানো তালা ভেঙে ভিতরে ঢুকে বৈদ্যুতিক সার্কিটের সুইচ বন্ধ করে দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে আগুন নিভিয়ে ফেলেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। এ সময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের পুরাতন তারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন