ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত বিভিন্ন স্কুলের ১৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এসব বিরতরণ করা হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আরুনাংশু দত্ত টিটো। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবেন এবং তিনি বলেছেন শিক্ষার আলোয় আলোকিত করে দেশকে আরো উঁচু শিখরে পৌঁছাতে হবে। এই সরকার শিক্ষাবান্ধব সরকার।
বক্তব্য শেষে সদর উপজেলার বিভিন্ন স্কুলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ১৪০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ২৪ হাজার টাকা ও ৩০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই