রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ এর লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছে ক্রেমলিন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলের ইজিউম ও খারকিভে অগ্রসর হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিক মন্তব্য করল রাশিয়া।
গত সপ্তাহে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এই অভিযানে এখন পর্যন্ত ৬ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বেসামরিকীকরণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তবে হাতছাড়া হওয়া খারকিভ অঞ্চলে নতুন করে সেনা পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ক্রেমলিনের মুখপাত্র আরও জানান, ইউক্রেনে সামরিক ক্যাম্পেইন জোরদার করার জন্য সমগ্র রাশিয়া থেকে সেনা সংগ্রহের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল