বরগুনার আমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে আমতলী থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামের মৃত কাঞ্চন আলী মৃধার ছেলে আবুল কালাম মৃধা (৫৫), একই গ্রামের মৃত সেরাজ প্যাদার ছেলে ফোরকান প্যাদা (৩৬), জালাল গাজীর ছেলে নান্নু গাজী (৩০) ও একই ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মন্নান খাঁর ছেলে শাহিন খাঁ ওরফে লাল্টু (২২)। তারা সকলেই চিহ্নিত ডাকাত দলের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের পূর্বপাশে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের খালে একটি ইঞ্জিনচালিত নৌকার মধ্যে থেকে ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে।
এসময় একটি কাঠের বন্দুক সাদৃশ্য কিন্তু আগ্নেয়াস্ত্র নয়, বিভিন্ন আকারের তিনটি দা, একটি কাস্তে, একটি রড, একটি শাবল, একটি হাত করাত, একটি সেলাই রেঞ্চ, একটি স্ক্রু ড্রাইভার, একটি হাতুড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এমআই