বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের চাষ বাড়াতে সিলেটের বিশ্বনাথে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলার উপজেলার বিভিন্ন সরকারি জলাশয়, রামপাশা ইউনিয়নের মাকুন্দা জলাশয় ও রামপাশা বড় বিলে ৪২৯ কেজি মাছের পোনা ছেড়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সিলেট জেলা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার ও স্থানীয় জনসাধারণ।
বিডি প্রতিদিন/এএ