আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে নোয়াখালীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ তথ্য পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া আওয়ামী লীগ সমর্থিত সাবেক জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটু ও ভয়ার চরের সাবেক প্রশাসক আওয়ামী লীগ সমর্থিত মুসফিকুর রহমান চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) বিকেল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে চলে এ মনোনয়নপত্র জমা কার্যক্রম। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে মোট ৩৯জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন ১৮জন। যার মধ্যে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু, এর আগে জমা দেন সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ মোট ৩ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন চূড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৩০৬ জন, যার মধ্যে পুরুষ ৯৯৮ আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল