জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের জন্য ৪ দিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নওগাঁর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের (পিআইও) কর্মকর্তা-কর্মচারিরা।
জেলার ১১টি উপজেলার পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের হাতে এই স্মারকলিপি তুলে দেন। এ সময় নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, পোরশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সাগর, সাপাহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আকতার, রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ সদরসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ও ১১টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অর্ধদিবস কর্মবিরতি পালন করে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ এই কর্মবিরতি ডাক দেয়।
বিডি প্রতিদিন/হিমেল