নাটোর জেলা পরিষদ নির্বাচনে আজ শেষ পর্যন্ত তিন চেয়ারম্যান ও ৫২সদস্য পদ প্রাথীর মনোনয়ন জমা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জাতীয় পাটির ড. নূরন নবী মৃধা ও মোঃ রায়হান শাহ। এছাড়া সাধারণ সদস্য
পদে সাতটি পদের বিপরীতে ৩৯ জন ও সংরক্ষিত নারী আসনের দুটি পদের বিপরীতে ১৩ জন
মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএ