বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
কালেক্টরেট ভবনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়রসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর পরপরই আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। চার উপজেলা নিয়ে গঠিত এই জেলা থেকে চেয়ারম্যান পদে একজন, সদস্য পদে ১৬ এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন-শামসুল ইকরাম পিরু, সোহরাব হোসেন, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, এ এইচ এম খায়রুল আলম, এম আমীর উল ইসলাম, এস এম ফয়জুল আলম, সিদ্দিকী মনিরুজ্জামান গোলদার, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, হোসনে আরা মান্নান, নাসরিন সুলতানা মুন্নি, মোসা. সোনিয়া, জাহানারা হক ও জ্যোৎস্না খানম।
জেলা পরিষদ নির্বাচনের তফসিল মোতাবেক প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই, আপিল, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের প্রক্রিয়া শেষে আগামী ১৭ অক্টোবর ঝালকাঠিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান, মোট ১৭ জন প্রার্থী তদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী। সদস্য (নারী/পুরুষ) পদে অতিরিক্ত প্রার্থী রয়েছে। মনোনয়নপত্র বাছাই, আপিল এবং প্রত্যাহার কার্যক্রম শেষে চূড়ান্ত প্রার্থী ও প্রাথমিক ফলাফল ঘোষণা দেওয়া হবে। তবে নির্বাচনী বাছাই পর্বে টিকে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান হবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
বিডি প্রতিদিন/এমআই