কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক ফরহাদ উদ্দিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ ছালেহ ওরফে জঙ্গী ছোটন। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম লিপি আকতার। তারা দুজন স্বামী-স্ত্রী।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, ২০১৫ সালে বাড়ি ফেরার পথে শিক্ষক ফরহাদ উদ্দিনকে গুলি করে হত্যা করে আসামিরা। তারপর পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমের পর শুনানি শেষে এই মামলার রায় ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই