আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো: কামরুল হাসান ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এর নিকট সকল চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো: ইউসুফ গাজী, আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, মো: জাকির হোসেন প্রধানিয়া, মো: নাছির উদ্দিন, তোফায়েল হোসেন ও এম.এ. ওয়াদুদ। সকল প্রার্থীই আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উৎসবমূখর পরিবেশ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
৮ জন সাধারণ সদস্য পদের বিপরীতে ৩৯ জন, আর ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে ১৩ জন প্রতিদ্বন্দীতা করবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ