ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নৌকার প্রার্থী কনক কান্তি দাস, সদর পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত সহ-সভাপতি ও সৃজনী এনজিওর নির্বাহী পরিচালক ড. হারুন অর রশীদ (বিদ্রোহী), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক বিদ্রোহী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (বিদ্রোহী) এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষায়ক সম্পাদক ও সাবেক সদর মেয়র আনিছুর রহমান খোকা (বিদ্রোহী)।
এ ছাড়া পুরুষ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, এবার ৬টি উপজেলায় মোট ৯৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭২৯ ও মহিলা সদস্য ভোটা ২২৫ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর