কুমিল্লার দাউদকান্দিতে সাগর হত্যার রহস্য উদঘাটন হয়েছে। গত ৩১ আগস্ট দাউদকান্দির কলাকোপায় ঝোপঝাড় থেকে সাগরের ৩ টুকরো লাশ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মাত্র ৫ হাজার টাকার জন্য গলায় গামছা পেঁচিয়ে সাগরকে হত্যা করে ঘাতক মাসুম (২৩)।
পরে লাশ ৩ টুকরা করে ঝোপঝাড়ে ফেলে রাখে। মাসুম দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে। গত বুধবার রাতে র্যাবের ১১, সিপিসি-২ এর একটি দল তাকে গ্রেফতার করে বলে র্যাবের ১১ এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাকিব হোসেন গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছোট খাটো চুরি করার কারণে এলাকায় মাসুম চোর হিসেবে পরিচিত। অল্প টাকার মধ্যে ভালো মোবাইল ফোন আছে বলে সাগরকে প্রলোভন দেয় মাসুম। প্রলোভনে পড়ে ৫ হাজার টাকা নিয়ে মাসুমের সাথে দেখা করতে যায় সাগর। মাসুম সে টাকা কেড়ে নিতে চাইলে সাগর বাধা দেয়। এ কারণে সাগরকে শ্বাসরোধে হত্যা করে মাসুম। এরপর লাশ তিন টুকরা করে ফেলে দেয়।
সাগরের হত্যার পর তার ঘটনা উদঘাটনের জন্য র্যাব ১১ সিপিসি ২ এর একাধিক টিম মাঠ পর্যায়ে তদন্ত শুরু করে। এ পরিপ্রেক্ষিতে একটি আভিযানিক দল বুধবার রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানার স্থানীয় কেশোরা গ্রাম থেকে ঘাতক মাসুমকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/আবু জাফর