বগুড়ার কাহালু উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৮ জনকে গ্রেফতার করেছে। থানায় মামলা দায়ের পর গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
বগুড়ার ডিবি ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টার সময় কাহালু উপজেলার দূর্গাপুর টু তালোড়া সড়কের মহিদা পুকুর ছাতিয়ানতলা কালভার্টের দক্ষিণ পাশে ডাকাতির প্রস্তুতির সংবাদ পওয়া যায়। সেখানে দ্রæত অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন, একটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতার করা হয় বগুড়া সদরের খান্দার বিলের পাড় এলাকার আব্দুল ওয়াদুদের পুত্র রাব্বি হোসেন (২২), মালগ্রাম দক্ষিণপাড়ার আনোয়ারের পুত্র হাবিবুর রহমান রনি (২৫), খান্দার বিলের পাড়ের মৃত জাকির হোসেন সুমনের পুত্র ইসমাইল হোসেন তরু (২১), মালগ্রাম চাপড় পাড়ার মোয়াজ্জেম হোসেনের পুত্র মোঃ মোমিন (২১), ঠনঠনিয়া নতুন পাড়ার রাজু আহম্মেদের পুত্র আহসান হাবীব (২০) ও আমিনুর রহমান রিবুর পুত্র ফারদিন চৌধুরী (২২), শ্রী মিন্টু সরকারের পুত্র শ্রী অন্তুর সরকার (২১), ঠনঠনিয়া হিন্দু পাড়ার মাসুদ বেপারীর পুত্র রাহুল খান কারিমকে (২১)।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি রাম দা, দুটি বার্মিজ চাকু একটি প্লাষ্টিকের রশি, একটি স্বচ্ছ স্কচটেপ, একটি বাজার করার ব্যাগ।
বিডি প্রতিদিন/এএ