ময়মনসিংহের ফুলপুরে বিএডিসির উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রের দেয়াল নির্মাণ কাজ পরিদর্শন করলেন বিএডিসির বীজ বিতরণ বিভাগ, ঢাকা-এর অতিরিক্ত মহাব্যবস্থাপক ড. মো. রেজাউল করিম। আজ শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ওই বীজ বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেয়াল নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, এই বীজ গুদামের ছাদের উপর আগে যে আগাছা ছিল উহা কেটে দেওয়ার পর আবারও শিকড় গজিয়ে পাতা পল্লবে ছেয়ে যাচ্ছে। এর ভেতর অংশ স্যাঁতস্যাঁতে। এতে উপর থেকে ছুয়ে ছুয়ে বৃষ্টির পানি পড়ে। বর্তমানে এটি বীজ সংরক্ষণের জন্য উপযোগী নয়। এতে কর্মকর্তা ও কর্মচারীদের বসার কোন পরিবেশ নেই। এসময় বিএডিসি ময়মনসিংহ -এর উপপরিচালক (বীজ বিপণন) মো. আইয়ুব উল্লাহ, যুগ্ম পরিচালক (সার) মো. শওকতুল ইসলাম, মুক্তাগাছা বিএডিসির উপপরিচালক (উদ্যান) মো. আসিফ ইকবাল সাকি, ফুলপুর বিএডিসির উপসহকারী পরিচালক (বীজ বিপণন) আশরাফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ