ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক বোরহান উদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে একটি ব্যাংকের পরিচালক ছিলেন। শুক্রবার দুপুর অনুমান ১২টা এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আ. রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে কাজ করছিলেন। হঠাৎ ঝর-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে আ. রাজ্জাক গুরুত্বর আহত হলে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম