কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর কৃষ্ণপুর এলাকায় সংঘবদ্ধ গরু-মহিষ চোরদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ বাজার সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে আনোয়ার হোসেন, আব্দুল খালেক, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা জানান, দীর্ঘদিন থেকে ওই এলাকার একটি সংঘবদ্ধ চোর চক্র প্রতিনিয়ত গরু-মহিষ চুরি করছে।কয়েক দফায় চোর শনাক্ত করা হলেও বিচার পাচ্ছেন না এলাকাবাসী। বিচার চাইতে গেলে চোর চক্রের হামলার শিকার হতে হচ্ছে তাদেরকে। মানববন্ধনে চোরদের গ্রেফতারে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা চান তারা।
বিডি প্রতিদিন/এএ